নগরীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় নগরীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় - ajkerparibartan.com
নগরীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩৩ হাজার টাকা জরিমানা আদায়

3:35 pm , May 30, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল নগরীতে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। বরিশাল ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া বলেন সোমবার দুপুরে নগরীর কাটপট্টিতে অভিযান পরিচালণা করা হয়। এসময় বিদেশী প্রসাধনী সামগ্রিতে মূল্য না লেখায় সোনার কাকড় এবং তৃপ্তি নামক দুটি কসমেটিকস দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। যদিও অভিযানের খবর পেয়ে এসময় বেশীর ভাগ দোকানী দোকান বন্ধ করে পালিয়ে যান। পরে নগরীর হাসপাতাল রোডে লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT