গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপি নেতা আহত গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপি নেতা আহত - ajkerparibartan.com
গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপি নেতা আহত

3:33 pm , May 30, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদকের উপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে যুবলীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। সোমবার সকাল আটটার দিকে গৌরনদী লোকাল বাস স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। আহত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শাহে আলম কে উদ্ধার করে গৌরনদীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহে আলম পৌরসভা ৫ নং ওয়ার্ডের মহাসিন ফকিরের ছেলে ও গৌরনদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক ভারপ্রাপ্ত মেয়র ছিলেন। আহত শাহ আলম জানান, আজ সোমবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে বিভাগীয় সম্মেলন বরিশালের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গৌরনদী লোকাল বাস স্ট্যান্ডে আসা হয়।এ সময় হঠাৎ গৌরনদী উপজেলা যুবলীগ নেতা মিঠু সহ তার সহযোগীরা আমাকে হত্যার চেষ্টায় হামলা চালিয়ে গুরুতর আহত করে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আমাকে গণিতের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এ ঘটনায় গৌরনদী থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, গৌরনদীতে বিএনপি নেতার ওপর হামলার ঘটনার আমার কাছে কোন তথ্য নেই। অভিযোগ অভিযোগ দেওয়া হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT