3:32 pm , May 30, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকাল থেকে দলীয় কার্যালয়সহ নগরীর বিভিন্ন এলাকায় দোয়া-মোনাজাত করা হয়েছে। এছাড়াও কোরআন খতম করা হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগরের আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক। বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় (দক্ষিণ) টিম লিডার জাকির হোসেন নান্নু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক এ্যাড. শাহ্ আমিনুল ইসলাম আমিন, মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য সাইফুল আহসান দিপু, বদিউল আলম টলন, গিয়াস উদ্দিন বাবুল, মহানগর শ্রমিক দল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন, মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি। এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক একে এম শহিদুল্লাহ, হাবিবুর রহমান টিপু, আনম সাইফুল আহসান আজিম, খন্দকার আবুল হোসেন লিমন, জাহিদুর রহমান রিপন, ইয়াসিন আরাফাত প্রমুখ। নগরীর স্ব রোড এলাকার কমিউনিটি সেন্টারে সভা করেছে বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি। এতে সভাপতিত্ব করেন দক্ষিনের আহবায়ক এ্যাড. মজিবুর রহমান নান্টু। সদস্য সচিব এ্যাড. আকতার হোসেন মেবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড, বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও সাবেক সংসদ আবুল হোসেন খান, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, সাবেক জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড আবুল কালাম শাহিন, জেলা বিএনপি সদস্য আলহাজ্ব নুরুল আমিন, আনোয়ারুল হক সাব্বির, বরিশাল সদর সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম, বরিশাল জেলা কৃষকদল আহবায়ক এইচ এম মহসিন, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু,জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড, তছলিম উদ্দিন, জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠু প্রমুখ। পরে জেলা বিএনপি নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন সড়কে ট্রাকযোগে ঘুরে ঘুরে তোবারক বিতরন করেন। দলীয় কার্যালয়ে ৩য় তলায় বরিশাল মহানগর মহিলা দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথির সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক পাপিয়া আজাদ সহ বিভিন্ন মহিলাদল নেতৃবৃন্দ। অপর দিকে জোহরবাদ নগরীর রিভার ভিউ কমিউনিটি সেন্টার হল রুমে বরিশাল মহানগর দশ নং ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা,দোয়া-মোনাজাত ও তবারক বিতরন করা হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি ও ঢাকা দক্ষিণ টিম লিডার জাকির হোসেন নান্নু, মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক,সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ,স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা মাহাবুব আলম ফিরোজ,শাহাদৎ ইসলাম তোতা,জিয়াউর হাসান দুলাল,আসলাম হোসেন টিটু প্রমুখ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এছাড়া জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নগরীর ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুজ্জামান দোলনের আয়োজনে মোবারক আলি জামে মসজিদে দোয়া-মোনাজাত ও তবারক বিতরন করেন। এ সময় উপিস্থিত ছিলে মহানগর বিএনপি সদস্য মোঃ জসিম উদ্দিন খান সহ বিভিন্ন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি সাগরদী বাজার জামে মসজিদে বিএনপি নেতা নওসের আহমেদ নান্টুর আয়োজনে তবারক বিতরন ও দোয়া-মোনাজাতের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য আব্দুল হালিম মৃধা সহ বিভিন্ন নেতৃবৃন্দ। অন্যদিনে নগরীর ২২ নং ওয়ার্ডে বিএনপি নেতা আলাউদ্দিন আহমেদের আয়োজনে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।