3:51 pm , May 29, 2022
কাঠাডিা প্রতিবেদক ॥ ঝালকাঠির কাঠালিয়ায় রাতের আধারে সরকারি গাছ চুরির অভিযোগ উঠেছে। রবিবার উপজেলার শোলজালিয়া ইউনিয়ন পরিষদের পাশে দুটি গাছ চুরির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় সংবাদকর্মীরা দুটি কর্তনকৃত (আকাশমণি ও পাহাড়ি নিম) গাছের গোড়ার সন্ধান পেয়েছে। এ বিষয়ে একই এলাকার ঐ গাছের সুবিধাভোগী মোস্তফা হাওলাদার জানান বন্যায় গাছ দুটি বিদ্যুতের তারসহ রাস্তার উপরে পড়ে থাকলে বিদ্যুৎ বিভাগের লোক এসে গাছ দুটি পাশে সরিয়ে সংস্কারের কাজ করেন। কিন্তু পরের দিন দেখা যায় গাছের গোড়া রেখে গাছ দুটি চুরি করেছে চোর চক্ররা। তিনি আরো বলেন নিশ্চই কোনো প্রভাবশালী মহল এই গাছ চুরির সাথে জড়িত আছে। একারনে এ বিষয়ে এলাকার কেউ দেখলেও মুখ খুলবেন না বলেও জানান তিনি। এ বিষয়ে উপজেলা বন-কর্মকর্তা আশরাফের কাছে জানতে চাইলে তিনি ঘটনাস্থল পরিদর্শন কালে বলেন ঘটনার সত্যতা পেয়েছি। তদন্ত করে গাছ ও চোরের সন্ধান পেলে এদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।