3:42 pm , May 29, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় রূপাতলীর রায়হান মৃধাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ২ লাখ টাকা অর্থদ- অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। গতকাল বরিশালের জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা ওই রায় প্রদান করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, ২০২০ সনের ১২ জুন আসামী রায়হান মৃধা এলাকার মাসুদ এর বাড়ীর সামনে বসে বাদীর স্বামী মামুন মাতুব্বর এর কাছে ২০ হাজার টাকা চাঁদা চান। এ সময় দিনমজুর মামুন মাতুব্বর টাকা দিতে অস্বীকার করলে আসামী ধারালো চাকু দিয়ে বাদীর স্বামী মামুন মাতুব্বরকে শরীরের বিভিন্ন জায়গায় ৭টি আঘাত করেন। মামুন মাতুব্বর ডাক চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে আসামীকে আটক করেন। এর পর পুলিশের কাছে সোপর্দ করেন। গুরুতর আহত অবস্থায় মামুনকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। মামুন মারা যাবার সময় স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান। ২০২০ সালের ১২ জুন মুন্নী বেগম বাদী হয়ে স্বামী হত্যার বিচার চেয়ে মামলা দায়ের করেন। ২০২১ সনের ২৮ নভেম্বর বরিশাল পিবিআই এর পুলিশ পরিদর্শক মতিনুর রহমান মামলার চার্জশিট দেন। আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে নগরীর ২৫ নং ওয়ার্ডের রুপাতলীর ভাষানী সড়কের মৃধা বাড়ীর অধিবাসী রশিদ মৃধার ছেলে রায়হান মৃধাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ২ লাখ টাকা অর্থদ- অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।