বিভাগের ৫৯টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ বিভাগের ৫৯টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ - ajkerparibartan.com
বিভাগের ৫৯টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ

3:40 pm , May 29, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগের ৬ জেলার ৫৯টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য বিভাগের অভিযানে বন্ধ করা হয়েছে বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন। তিনি জানান, নির্দেশনা অনুযায়ী বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনা জেলার সিভিল সার্জন একযোগ অভিযান চালিয়ে আজ ৫৯ টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে। সন্ধ্যা পর্যন্ত অভিযান করা হয়েছে। এদের লাইসেন্স না থাকাসহ বিভিন্ন ত্রুটি ছিলো।
উপ-পরিচালক আরো বলেন, অভিযানে বরিশাল জেলার ১০টি, ভোলার ১৫টি, পটুয়াখালীর ১৫টি, পিরোজপুরের ৫টি, ঝালকাঠির ৮টি ও বরগুনার ৫টি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT