3:29 pm , May 28, 2022
হিজলা প্রতিবেদক ॥ উপজেলায় হিজলা-গৌরবদী ইউপির নির্বাচনে সাধারন সদস্য পদের প্রার্থীর গৃহবধূকে দেয়া কু-প্রস্তাবের অডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে ইউপি ৮ নং ওয়ার্ডের সাধারন সদস্য প্রার্থী জয়নাল মাঝি অডিও তার নয় বলে দাবি করেছেন। জয়নাল মাঝি চর হিজলা গ্রামের কাজিম বেপারীর ছেলে।
জানা গেছে, দুই বছর পূর্বে চর হিজলা গ্রামের তসলিম সরদারের কন্যা সাদিয়ার সাথে একতা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সাইফুল মাঝির বিয়ে হয়। কিছুদিন পর কলহ হয়। ইউপি সদস্য প্রার্থী জয়নাল মাঝি মীমাংসা করার কথা বলে সাদিয়াকে কু-প্রস্তাব দেয়। তার এই কুপ্রস্তাব মোবাইল ফোনে রেকর্ড হয়। যা এখন ভোটারের মোবাইলে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে সাদিয়া বলেন, জয়নাল মাঝি সম্পর্কে আমার নানা। তিনি মোবাইলে দুষ্টামীর ছলে এসব কথা বলেছেন।
ই্উপি সদস্য প্রাথী জয়নাল মাঝি বলেন, তিনি নির্বাচনে জয়লাভ করতে না পারে। তাই প্রতিপক্ষরা যড়যন্ত্র করছে। তাছাড়া মোবাইল ফোনের রেকর্ড তার নয়। যে মেয়েটি নিয়ে অভিযোগ তুলছে সেই মেয়ের স্বামীর দ্বন্ধ ছিলো। তারা কয়েকজন সালিশ মিলে সামাধান করার চেষ্টা করেছেন।