উন্নয়ন দেখে বিরোধী দলের মাথা নস্ট হয়ে গেছে -চরফ্যাসনে এলজিআরডি মন্ত্রী উন্নয়ন দেখে বিরোধী দলের মাথা নস্ট হয়ে গেছে -চরফ্যাসনে এলজিআরডি মন্ত্রী - ajkerparibartan.com
উন্নয়ন দেখে বিরোধী দলের মাথা নস্ট হয়ে গেছে -চরফ্যাসনে এলজিআরডি মন্ত্রী

3:26 pm , May 28, 2022

মো: আফজাল হোসেন/জামাল মোল্লা, ভোলা ॥ আজকের বিরোধী দল যারা জ্বালাও পোড়াও ছাড়া কোন দায়িত্ব পালন করেন না। আজকের উন্নয়ন দেখে তাদের মাথা নস্ট হয়ে গেছে। তারা মনে করছে বাংলার মানুষ তাদের ধিক্কার দিবে। এ অবস্থায় তারা বিভিন্ন ধরনের আবোল তাবোল বকছে। এ সময় মন্ত্রী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহবান জানান। শনিবার ভোলার চরফ্যাশন উপজেলা ব্রজমোহন টাউন হলে উপজেলা পরিষদ ও পৌরসভা আয়োজিত সুধী সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আমি বিশ্বাস করি উন্নয়ন হলে মানুষ ভোট দিবে। অবিচার অত্যাচার বন্ধ হলে সমাজে ন্যায় বিচাঁর কায়েম হলে, সরকারী সম্পদের সুষ্ঠু ব্যবহার হলে, দুর্বল যদি সবল কর্তৃক অত্যাচারিত না হয়, অবশ্যই জনগন আপনাদের পাশে থাকবে। মন্ত্রী আরো বলেন, আমি চরফ্যাশনের উন্নয়ন দেখে অভির্ভূত হয়েছি। যোগ্য বাবার যোগ্য সন্তান হিসেবে জ্যাকব অনেক উন্নয়ন করেছে। এছাড়া বিশুদ্ধ পানির জন্য পর্যায়ক্রমে টিউবয়েলের ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, বিভিন্ন উন্নয়নের জন্য আমার কাছে ৪ শত কোটি টাকার যে প্রজেক্ট দেয়া হয়েছে তা আরো বাড়িয়ে দিব। আগামী নির্বাচনী নৌকাকে জয়লাভ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মন্ত্রী বিএনপি আমলের কথা টেনে বলেন, আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসে তখন ৫২ হাজার মেট্রিক টণ খাদ্য খাটতি ছিলো। মানুষের মাঝে খাবার নিয়ে হাহাকার ছিলো। এখন আর তা নেই। উন্নয়ন অব্যাহত রয়েছে উল্লেখ করে বলেন, উদ্বোধনের অপেক্ষায় পদ্মা সেতু, কর্নফুলী টানেল, রুপপুর বিদ্যুত উৎপাদন কেন্দ্রসহ আরো অনেক কিছু। আওয়ামী লীগ উন্নয়নের বিশ্বাসী। স্থানীয় এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বের সুধী সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় বিভাগ এর সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন। এছাড়াও উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক মো: তৌফিক ই এলাহী, পুলিশ সুপার মো: সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা। এর আগে মন্ত্রী দক্ষিন আইচা থানায় বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT