3:23 pm , May 28, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে নগরীতে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে যুব ও ছাত্রদল। তবে পুলিশী বাঁধায় বিক্ষোভ মিছিল হয়নি। শনিবার নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে পৃথকভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথমে মহানগর যুবদলের সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি এ্যাড. আখতারুজ্জামান শামিম। বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, মীর জাহিদুল কবির জাহিদ, জেলা সদস্য সচিব এ্যাড, আখতার হোসেন মেবুল, জেলা দক্ষিণ যুবদল সাধারন সম্পাদক এ্যাড. এইচ এম তছলিম উদ্দিন,ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান,মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড মাজহারুল ইসলাম জাহান, জেলার সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, মহানগর যুবদল সহ-সভাপতি কামরুল হাসান রতন, নুরুল অমিন কয়েস, উত্তর জেলা যুবদল আহবায়ক সালাউদ্দিন পিপলু, নাজমুল হাসান ছবিরসহ নেতৃবৃন্দ। পরে একই স্থানে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে আরেকটি বিক্ষোভ সমাবেশ হয়। সেখানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠু, মহানগরের সাধারন সম্পাদক হুমাউন কবির, জেলার সাধারন সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ি সহ অন্যান্য নেতারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে সদর রোডের দিকে বের হওয়ার চেষ্টা করে। তখন পুলিশের বাঁধায় মিছিল করতে ব্যর্থ হয়েছে তারা। মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, সব প্রোগ্রামেই পুলিশ বাধা দিচ্ছে। চেষ্টা করেছি মিছিল করার, তবে শেষ পর্যন্ত পারিনি। কোতয়ালী মডেল থানা পুলিশের পরিদর্শক লোকমান হোসেন বলেন, জনভোগান্তি এড়াতে সড়কে মিছিল করতে দেয়া হয়নি।