জাপান প্রবাসী সাংবাদিক কবি লেখক পি আর প্ল্যাসিডকে সম্মাননা প্রদান জাপান প্রবাসী সাংবাদিক কবি লেখক পি আর প্ল্যাসিডকে সম্মাননা প্রদান - ajkerparibartan.com
জাপান প্রবাসী সাংবাদিক কবি লেখক পি আর প্ল্যাসিডকে সম্মাননা প্রদান

3:22 pm , May 28, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ জাপান প্রবাসী সাংবাদিক, কবি, লেখক পি আর প্ল্যাসিডকে সম্মাননা প্রদান করেছে ফ্রেন্ডস ফর লাইফ/বিডি ফাউন্ডেশন। এ উপলক্ষে গতকাল বিকেলে পুলিশ লাইন রোডের সেলিব্রেশন পয়েন্টে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক মামুনুর রশিদ নোমানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সনাক ও টিআইটির সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজকের পরিবর্তনের প্রকাশক-সম্পাদক ও সম্পাদক-প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক কাজী মিরাজ, বিশিষ্ট সাতিহ্যিক ও কলামিষ্ট অধ্যাপক লুৎফ এ আলম, কবি হেনরী স্বপন প্রমূখ। সংবর্ধিত গুণীজন পি আর প্ল্যাসিড বলেন, আমি জাপানে থেকেও বাংলা ও বাংলাদেশকে সারাক্ষণ অনুভব করি। আমার গল্প, উপন্যাসের মাধ্যমে বাংলাদেশকে জাপানিদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। তিনি বলেন, জাপানে বাংলা ভাষায় আমার প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিবেক বার্তা বাংলাদেশের কৃষ্টি-কালচার তুলে ধরছে। তিনি বলেন, আমার পরিবার মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল। তাই যেখানেই থাকি বাংলাদেশকে পরিচিতি করার ব্যাপারে আমার আগ্রহের বিন্দু মাত্র কমেনি। তিনি বিবেক বার্তা ফাউন্ডেশনের মাধ্যমে বরিশালে জনহিতকর কাজে খুব শীঘ্রই হাত দিবেন বলে উল্লেখ করেন। পরে তাকে অতিথিরা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT