3:37 pm , May 27, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ মহিলা দল বরিশাল উত্তর জেলা শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার নগরীর কীর্তনখোলা মিলনায়তনের সভাকক্ষে অভিষেক অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন মহিলা দল উত্তর জেলার সভাপতি চৌধুরী শরীফা নাসরিন। প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলাদল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, সাধারন সম্পাদক পাপিয়া আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন দিপেন, আসাদুজ্জামান মুক্তা, হিজলা উপজেলা বিএনপি সদস্য এ্যাড মনির দেওয়ান প্রমুখ।