3:37 pm , May 27, 2022
বিশেষ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউপি সদস্য গোলাম মোস্তফা খানকে (২৮) পায়রা সেতুর টোল প্লাজায় ১০পিস ইয়াবা সহ আটক করেছে পটুয়াখালির দুমকি থানা পুলিশ।
গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সেতুর টোলপ্লাজায় পুলিশ মোস্তফাকে আটক করে দেহ তল্লাশী করে ইয়াবা উদ্ধার করে। সে রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠি গ্রামের জয়দর আলী খানের পুত্র।
দুমকি থানার ওসি আবদুস সালাম সাংবাদিকদের জানান, গ্রেফÍারকৃত মোস্তফার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।