3:34 pm , May 27, 2022
গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামে শুক্রবার দুপুরে ব্রজপাতে সৌদী প্রবাসী রাজিব চাপরাশী (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। রাজীব চাপরাসির মৃত্যুতে এলঅকায় শোকের ছায়া নেমে আাসে। স্থানীয় লোকজন ও পারিবারিক সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামের জলিল চাপরাশীর পুত্র রাজিব চাপরাশী (২৮) জীবিকার তাগিদে ২০১৬ সালে সৌদি আরবে যান। সেখানে শ্রমিকের কাজ করে ৬ বছর পর বিয়ে করতে রমজান মাসে দেশে আসেন। বিয়ের জন্য ঈদের পর থেকে বিভিন্ন স্থানে কন্যা দেখেন কিন্তু পছন্দ না হওয়ায় বিবাহকার্য হয়নি বিধায় চলতি মাসে শেষের দিকে পুনরায় সৌদি আরবে কাজে ফিরে যাওয়ার কথা ছিল রাজিবের। নিহত রাজিব চাপরাসির স্বজন ও বার্থী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ বদরুজ্জামান খান জানান, রাজিব চাপরাসি শুক্রবার জুম্মার নামাজ আদায় করে নিজ বাড়ি ফেরার পথে দুপুর ২টায় টরকী-বাউরগাতি সড়কে পৌছলে আকস্মীক বজ্রপাত ঘটে। এ সময় ব্রজপাতে ঘটনাস্থলে সৌদী প্রবাসী রাজিব চাপরাশী (২৮) নিহত হন। রাজিব চাপরাসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গৌরনদী মডেল থানায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করেন।