নগরীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু নগরীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু - ajkerparibartan.com
নগরীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

3:28 pm , May 27, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে দ্রুতগতির মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে নিহত হয়েছে দুই কলেজ ছাত্র। তারা একে অপরের বন্ধু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে নগরীর বান্দরোড আমতলা মোড় সংলগ্ন বাঁকে।
কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান, বেপরোয়া গতির মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুটির উপর আছড়ে পড়ে। এতে চালকের মাথা থেতলে ঘটনাস্থলে নিহত হয়। অপরজনকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কিছুক্ষন পর মারা যায়।
নিহত কলেজ ছাত্র হলো- সুদীপ্ত সাহা গোপাল (২৪) ও অন্তু সাহা হৃদয় (২৪)। নগরীর হাটখোলার কাঠের গোলা এলাকার উত্তম সাহার ছেলে সুদীপ্ত সরকারী সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। একই এলাকার দিলীপ সাহার ছেলে অন্তু ইনফ্রা পলিটেকনিকের ছাত্র। ওসি জানিয়েছেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী অ্যালেক্স তমাল সরকার জানিয়েছেন, তারা কয়েক বন্ধু নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আড্ডা দেয়। পরে সুদীপ্ত ও অন্তু এ্যাপাচি ফোর ভি ব্রা-ের দ্রুত গতির সাইকেলে বান্দ রোড হয়ে আমতলা মোড় এলাকার দিকে যায়। মোটর সাইকেলের দ্রুত গতির কারনে আমতলা মোড় সংলগ্ন এলাকায় রেনেটা কোম্পানীর অফিসের সামনের বাঁকে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে মোটর সাইকেল রাস্তার পাশের বৈদ্যুতিক খুটির উপর গিয়ে আছড়ে পড়েছে। এতে চালক সুদীপ্তর মাথা ফেটে দুই খন্ড হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। অন্তুকে হাসপাতাল নেয়ার পর মারা গেছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT