3:31 pm , May 26, 2022
ভোলা অফিস ॥ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। ভোলা সদর উপজেলার মহাজন পট্টির জেলা বিএনপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ প্রমূখ। এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. বিলকিস জাহান শিরিন বলেন, আজকে অবৈধ ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে নেত্রীকে আটকে রাখা হয়েছে। অথচ হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগ লোপাট করে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো আইন নেই। তাদের কোনো বিচার নেই। অথচ ষড়যন্ত্রমুলক বিচার ব্যবস্থা রয়েছে বিএনপি তথা জিয়া পরিবারের বিরুদ্ধে। আজকে সময় এসেছে, যুদ্ধ শুরু হয়েছে মানুষের বাক ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। দেশকে বাচাতে হবে, দেশের মানুষকে বাচাতে হবে। এজন্য দেশের সকল মানুষকে এক ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। সমাবেশ শেষে বিক্ষোভ করতে চাইলে এতে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধার মুখে শেষ পর্যন্ত আর বিক্ষোভ করতে পারেনি বিএনপি নেতাকর্মীরা। ওই সময় বিপুল সংখ্যক পুলিশ জেলা বিএনপি কার্যালয়টি ঘিরে রাখে।