3:31 pm , May 26, 2022
লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা পরিবারের অসচেতনতার অভাবে হয়। পরিবারের প্রত্যেক সদস্য যদি শিশুদের নিয়ে সচেতন থাকে তাহলে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।
লালমোহন থানার আয়োজনে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্পডেক্সের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এতে সভাপতিত্ব করেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল হক। থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমদে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর বৃন্দ।
সভায় এমপি শাওন আরো বলেন, শিশু ভূমিস্ট হবার পর যখন দুই পায়ে ভর করে হাটতে শেখে তখন তার ঝুঁকি থাকে। তখন মায়ের দৃস্টি রাখতে হবে সবচেয়ে বেশি। বাড়ির পাশের ডোবা, পুকুর এমনকি বাথরুমের বালতি ভর্তি পানিতেও শিশুর মৃত্যু হতে পারে। এসব থেকে সতর্ক থাকতে হবে।
ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, লালমোহন থানায় চলতি বছরের ৫ মাসে ১৭ টি অপমৃত্যুর মধ্যে ৯টিই পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।