আওয়ামী লীগ নেতা মিজানের মায়ের ইন্তেকাল আওয়ামী লীগ নেতা মিজানের মায়ের ইন্তেকাল - ajkerparibartan.com
আওয়ামী লীগ নেতা মিজানের মায়ের ইন্তেকাল

3:28 pm , May 26, 2022

নিজস্ব প্রতবেদক ॥ মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মাতা ছালেহা বেগম আর নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর । তিনি ৭ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী, সাংস্কৃতিক সংগঠন সমূহের নেতাকর্মীসহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রগন করেন। এছাড়া মরহুমার কফিনে বরিশাল সিটি করপোরেশনের মেয়রসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুর্ষ্পাঘ অর্পন করা হয়। পরে বরিশাল মুসলিম কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ, সহ-সভাপতি বাসুদেব ঘোষ ও বিনয় ভূষন মন্ডল, সহ সাধারণ সম্পাদক ¯েœহাংশু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. সাহেদ, কোষাধ্যক্ষ সুদর্শণ বিশ্বাস টুটুল, সাহিত্য সম্পাদক অপূর্ব গৌতম, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক শাকিল আহমেদ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সাইদুর রহমান পাš’, গবেষণা ও পাঠাগার সম্পাদক টুনু রানী কর্মকার, সাবেক সভাপতি নজরুল ইসলাম চুন্নু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, শুভংকর চক্রবর্তী, বাসুদেব ঘোষ, সুশান্ত ঘোষ, মিন্টু কুমার কর, গোপাল কৃষ্ণ গুহ রিপন, প্রিয় লাল দাস, অপূর্ব গৌতম, মিথুন সাহা, সুভাষ চন্দ্র দাস নিতাই, প্রদীপ হালদার, মোরসেদ হায়দার আনসারী, অসিত দাস, মোস্তাফিজুর রহমান শাহীন, হাসান মাহামুদ বাবু, অপূর্ব অপু, মোয়াজ্জেম হোসেন মানিক, সুজয় সেন, দিপ্তী রানী ঘোষ, সুরঞ্জিত দত্ত লিটু, হাসান মাহমুদ বাবু, ললিত দাস, বাবুল আজিজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বরিশালের সাবেক সভাপতি সৈয়দ গোলাম মাসউদ বাবলু ও সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হাসান বাবলু, খেয়ালী গ্রুপ থিয়েটারের উপদেষ্টা এ্যাড. এসএম ইকবাল, সভাপতি সৈয়দ গোলাম মাসউদ বাবলু, সাবেক সভাপতি নজরুল ইসলাম চুন্নু, অধ্যাপক বিমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সাবেক সভাপতি সিরাজুম মুনির টিটু, টুনু রানী কর্মকার, নাট্য নির্দেশক অপূর্ব রায়, সাঈদ পান্থ, সারজিদ রিদওয়ান অয়ন, অভিষেক, গণশিল্পী সং¯’ার সভাপতি পঙ্কজ ঘোষ, সাধারণ সম্পাদক সাঈদ পান্থ’, দিপ্তী রানী ঘোষ, চন্দ্র শেখর দাস বাবুল, সঞ্জয় হালদার, তানজিম সিয়াম, তানভির মাহমুদ নিবির, সুমন ঘোষ প্রমুখ। তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT