3:45 pm , May 25, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের প্রথম মৃত্যু বার্ষিকী আজ। দিনটি পালনে আজ নিজ বাসভবনে কোরআন খতম ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাতের করা হয়েছে। তার ভাই সৈয়দ দুলাল জানিয়েছেন, পারিবারিকভাবে স্বল্প পরিসরে দিনটি পালন করা হবে। উল্লেখ্য করোনায় আক্রান্ত হয়ে গত বছর এ দিনে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নগরীর ১৫ নং ওয়ার্ড থেকে একাধিকবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর ছিলেন।