3:43 pm , May 25, 2022
বিশেষ প্রতিবেদক ॥ নগরীতে শুরু হয়েছে তিনদিন ব্যাপি নজরুল জয়ন্তী উৎসব। বুধবার শিল্পকলা একাডেমিতে চিত্র প্রদর্শনীর পরিদর্শন শেষে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ স ম ইমামুল হাকিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, সাংবাদিক সুশান্ত ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার, নজরুল সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি পাপিয়া জেসমিন। আলোচনা সভা শেষে বিদ্রোহী কবিতার উপর নৃত্য পরিবেশন করে নৃত্যাঙ্গন বরিশাল। পরিচালনা করেন খ্যাতনামা নৃত্য শিল্পী মুরাদ হাসান।