3:42 pm , May 25, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন বরিশাল অঞ্চলে সাধারন সদস্য পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) প্রার্থী এ্যাড. আনিছউদ্দিন আহমেদ শহীদ জয়ী হয়েছেন। বুধবার দিনভর বরিশাল জেলা আইনজীবী সমিতিতে ভোট হয়। এতে বরিশাল অঞ্চলের সাধারন সদস্য পদে চার প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। অপর তিন প্রার্থী হলেন বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলর (নীল প্যানেল) এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু, স্বতন্ত্র এমএ বক্কর ও সাইফুল ইসলাম। নির্বাচনে বরিশাল অঞ্চলের ৮৬২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৬৫৯ জন ভোট দিয়েছেন। এতে (শেষ খবর পর্যন্ত)এ্যাড. শহীদ পেয়েছেন ৪১১ ভোট, এ্যাড. বাচ্চু পেয়েছেন ৭৯ ও এমএ বক্কর পেয়েছেন ১৭১ ভোট।