আগৈলঝাড়ায় ট্রাক চাপায় স্ত্রী নিহত ॥ স্বামী গুরুতর আহত আগৈলঝাড়ায় ট্রাক চাপায় স্ত্রী নিহত ॥ স্বামী গুরুতর আহত - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় ট্রাক চাপায় স্ত্রী নিহত ॥ স্বামী গুরুতর আহত

3:22 pm , May 24, 2022

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের স্ত্রী নিহত ও ভ্যান চালক গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত ভ্যান চালককে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, বরিশাল-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়ক দিয়ে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পতিহার গ্রামের ভ্যান চালক মান্নান সরদার ও তার স্ত্রী রওশনা বেগম বাড়ি থেকে ছাগল নিয়ে ভ্যানে করে রাজিহার রওয়ান দেন। ভ্যান চালিয়ে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্বসূজনকাঠী বাবনউদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানার মোর ঘোড়ার সময় ভ্যানের পিছন থেকে ট্রাকে চাপা দিলে ঘটনা স্থালে ভ্যান চালকের স্ত্রী রওশন বেগম মারা যান। গুরুতর অবস্থায় ভ্যান চালক মান্নান সরদারকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনাস্থল থেকে এসআই আলী হোসেন লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশ পোষ্টমর্ডেমের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT