পৃথক অভিযানে দুই মাদক কারবারী আটক পৃথক অভিযানে দুই মাদক কারবারী আটক - ajkerparibartan.com
পৃথক অভিযানে দুই মাদক কারবারী আটক

3:21 pm , May 24, 2022

ঝালকাঠি প্রতিবেদক ॥ নলছিটিতে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে নলছিটি পৌর এলাকার পুরানবাজার থেকে ১৪০ পিস ইয়াবা সহ ২৯ বছর বয়সী রাসেল মোল্লা নামের এক মাদক কারবারীকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। আটক রাসেল পুরান বাজার এলাকার তোফাজ্জল হোসেন ওরফে সোহরাব মোল্লার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা সহ মোট ১০ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পৃথক অভিযানে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের রায়পাশা গ্রাম থেকে ৩৬ বছর বয়সী জুয়েল সরদার নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আটক জুয়েল সরদার রায়পাশা গ্রামের মোশারেফ সরদারের ছেলে। জুয়েলের সাথে থাকা ১শ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ডিবি। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মাইনউদ্দিন এবং নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুর রহমান এই দুই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সোমবার রাতে নলছিটি থানা পুলিশ ও ঝালকাঠি ডিবি পুলিশ ২ জনকে ২৪০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT