3:21 pm , May 24, 2022

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় গতকাল মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযোদ্ধা সংগঠক প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তাফা বাচ্ছু হাওলাদার, মুক্তিযোদ্ধা এবং ঢাকার সাবেক ওয়ার্ড কমিশনার তালুকদার সরোয়ার হোসেন,মুক্তিযোদ্ধা সন্তান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, মুক্তিযোদ্ধা আলী বাহাদুর খান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শিমুল রেজা, মুক্তিযোদ্ধা সন্তান অনামিকা রায়, হাসান মুন্সি প্রমুখ। এ সময় মঞ্চে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা আব্দুল বারেক সিকদার, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার , থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান এবং পৌর সভা ও বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।