পুলিশী বাধাঁয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পন্ড পুলিশী বাধাঁয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পন্ড - ajkerparibartan.com
পুলিশী বাধাঁয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পন্ড

3:33 pm , May 23, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশী বাঁধায় পন্ড হয়েছে। তবে এর আগে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল চত্বর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে। দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়াকে কটুক্তি এবং কেন্দ্রীয় কমিটির সভাপতির উপর হামলা ও মামলার প্রতিবাদে সোমবার জেলা ও মহানগর ছাত্রদল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সভাপতি এ্যাড. রেজাউল করিম রনি। বক্তব্য রাখেন মহানগরের সাধারন সম্পাদক হুমাউন কবীর, জেলার সিনিয়র সহ-সভাপতি এ্যাড. তারেক আল-ইমরান, সাধারন সম্পাদক কামরুল আহসান, মহানগরের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক, যুগ্ম সাধারন সম্পাদক তৌফিক আল ইমরান, জেলার সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রাঢ়ি ও মহানগর ছাত্রদল নেতা মো. জসিম তালুকদার। সভা শেষ করে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। অশ্বিনী কুমার হলের গেটের সামনে পৌছুলে পুলিশ তাদের বটাউনহল গেটের কাছে পৌছলে কত্তব্যরত একদল পুলিশ মিছিল বাধা প্রদান করে। পুলিশের সাথে কয়েকদফা ধাক্কা-ধাক্কি করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে গেছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT