3:31 pm , May 23, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবামেক) কোভিড রোগীদের ব্যবহৃত ভবনে রোগী না থাকায় পুরাতন ভবন হতে বহি.বিভাগ ও মেডিসিন ওয়ার্ড ও জনবহুল ওয়ার্ডগুলো খুব শীঘ্রই স্থানান্তর করা হবে। শেবামেক হাসপাতাল পরিদর্শন শেষে এমনটাই জানিয়েছেন বিভাগীয় কমিশনার মোঃ আমিনুল ইসলাম। সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত তিনি হাসপাতালের নতুন পঞ্চম তলা ভবনের (করোনা ভবন) ওয়ার্ডগুলো পরিদর্শন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, শেবামেক প্রিন্সিপাল অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহিন, সহকারী পরিচালক ডা. এসএম মনিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সহকারী পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান বলেন, এখানে শুরু থেকে ৩২০ বেডের হাসপাতাল ছিলো। পর্যায়ক্রমে তা বৃদ্ধি পেয়ে ১০০০ বেডে উন্নীত হয়েছে। কিন্তু ভর্তি রোগী থাকছে গড়ে ১ হাজার ৮০০ জন। আর রোগীর ভিজিটর নিয়ে ৩ হাজার ৬০০ জন হাসপাতালে ভীড় করে। যে কারণে অনেক আগেই করোনা ভবনে কয়েকটি ওয়ার্ড স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছিলাম।