দশমিনায় ২০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ‘ধর্ষণ’ দশমিনায় ২০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ‘ধর্ষণ’ - ajkerparibartan.com
দশমিনায় ২০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ‘ধর্ষণ’

3:23 pm , May 23, 2022

পরিবর্তন ডেস্ক ॥ বিশ টাকার লোভ দেখিয়ে শিশু নির্যাতনের অভিযোগে মো. আব্দুর রাজ্জাক মৃধা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রাজ্জাক দক্ষিণ আদমপুর গ্রামের মৃত কাশেম মৃধার ছেলে।সালিশ-মীমাংসার মাধ্যমে বিষয়টি ধামাচাপা হওয়ার কথা থাকলেও থানা পুলিশকে জানানো হলে দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে আবদুর রাজ্জাককে গ্রেফতার করা হয়।থানাসূত্রে জানা যায়, চলতি মাসের ১৭ মে রাত ৯টার দিকে আব্দুর রাজ্জাক মৃধা তাদের গ্রামের এক শিশুকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ২০ টাকার লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। এ বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসা প্রস্তাব দিয়ে সময়ক্ষেপণ করলে ওই শিশুর বাবা রোববার দশমিনা থানায় অভিযোগ দেন।অভিযোগের সূত্র ধরে রোববার বিকালে দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসানের নেতৃত্বে থানা পুলিশ ওই বৃদ্ধকে গ্রেফতার করে।দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় নারী ও শিশু দমন আইনে মামলা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT