3:16 pm , May 23, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা পর্যায়ে রেজিস্ট্রেশনকৃত সিএনজি চলাচলের অনুমতি, মহাসড়কে সার্ভিস লেন নির্মাণ করাসহ ৩ দফা দাবিতে মানববন্ধন, ওঅবস্থান কর্মসুচী পালন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। সোমবার সিএনজি-এলপিজি-থ্রি হুইলার মালিক চালক ইউনিয়নের আয়োজনে ওই কর্মসুচী পালন করা হয়। বেলা ১১টায় জেলা প্রশাসন ও বি আর টি এ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিএনজি-এলপিজি-থ্রি হুইলার মালিক চালক ইউনিয়নের সভাপতি হাসান জাহাঙ্গীর। পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম সোহান। বক্তব্য রাখেন ইউনিয়নের উপদেষ্টা বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সহ-সভাপতি দুলাল মল্লিক, শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সন্তু মিত্র, বরিশাল জেলা সিএনজি-এলপিজি-থ্রি হুইলার মালিক চালক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ ঈসা, কাজী হারুনার রসিদ, সদস্য আরাফাত, বেল্লাল প্রমুখ। বক্তারা বলেন, বিআরটিএ থেকে জেলার রেজিস্ট্রেশন থাকার পর ও বাস মালিক সমিতি এবং প্রশাসনের সম্মিলিত বাধায় বরিশাল জেলায় প্রায় ৪ শত সিএনজি-এলপিজি-থ্রি হুইলার গত ৮ মাস ধরে চলাচল করতে পারছে না। একদিকে আন্ত.জেলা রুটে এসব গাড়ি চলাচল করতে পারছে না আরেকদিকে গ্যাস রিফিল করার জন্য বা জরুরি রোগী পরিবহন করার জন্য মহানগরী এলাকায় আসতে পারে না। কিন্তু বিক্রয়কারী শোরুম থেকে কিস্তির জন্য শ্রমিকদের চাপ দিচ্ছে। জেলার রেজিস্ট্রেশনকৃত এই চারশত সি এন জির জন্য বক্তারা দাবি করেন-আন্ত.জেলা রুটে জেলার রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে । মহাসড়কে থ্রি হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালু করতে হবে। জরুরি রোগী পরিবহন ও গ্যাস রিফিল এবং সার্ভিসিং এর জন্য মহানগরী এলাকায় প্রবেশের পারমিট দিতে হবে। জেলা পর্যায়ে চলাচল নিশ্চিত না হওয়া পর্যন্ত জেলায় রেজিস্ট্রেশন সিএনজির শোরুমের কিস্তি মওকুফ করতে হবে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ শ্রমিকদের কাছে এসে স্মারকলিপি গ্রহণ করেন ও সিএনজি চলাচলের সংকট দ্রুত সময়ে সমাধানের আশ্বাস দেন। এর পূর্বে তারা সদর রোডে মানববন্ধন করে। সেখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।