নগরীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন নগরীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন - ajkerparibartan.com
নগরীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

3:40 pm , May 22, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। রোববার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আনোয়ার হোসেন, ভূমি মন্ত্রণালয়ের উপ-পরিচালক মোঃ আবুল কালাম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, সহকারী কমিশনার ভূমি মোঃ তরিকুল ইসলাম, আরডিসি মোঃ রাহাতুল ইসলাম প্রমুখ। পরে বরিশাল বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়। বরিশাল জেলায় সেরা সহকারী কমিশনার নির্বাচিত হয়েছেন গৌরনদীর আরিফুল ইসলাম প্রিন্স। এছাড়াও অতিথিরা ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা প্রদান করে তাদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT