3:36 pm , May 22, 2022
মুলাদী প্রতিবেদক ॥ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মুলাদীতে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণের অংশ হিসেবে গরু বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা মৎস অফিস চত্বরে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে গরু বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ হোসাইনী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ খান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সুভ্রত ঘোস্বামী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান বাদল খান, সহকারী শিক্ষা অফিসার আরিফ খান, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউল করিম মোল্লা, কাউন্সিলর জাফর মল্লিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। প্রতিটি বাছুর গরু কেনার জন্য ২৫০০০ (পঁচিশ হাজার) টাকা বরাদ্দ থাকলেও ছাগলের সাইজের গরু কেনা হয়ে, যাহার বাজার মুল্য হতে পারে ১৫-১৭হাজার টাকা। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে তাহলে বাকী টাকা কোথায় গেল। অনেকেই ধারনা করছে এক-দেড় মাস বয়সের যে বাছুর কেনা হয়েছে তা হয়তো দুধের অভাবেই মারা যাবে।