বরিশাল নগরীতে বিশ্ব মেডিটেশন পালন বরিশাল নগরীতে বিশ্ব মেডিটেশন পালন - ajkerparibartan.com
বরিশাল নগরীতে বিশ্ব মেডিটেশন পালন

3:27 pm , May 22, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ বরিশাল নগরীতে বিশ্ব মেডিশেন দিবস পালন করা হয়েছে। গত শনিবার দিনটি পালনে বরিশাল কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে মেডিটেশন করা হয়। ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ ম্লোগানে মেডিটেশন নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সকাল সাড়ে ৬টা থেকে ২০ স্থানে পৃথকভাবে মেডিটেশন শুরু করা হয়। সকাল ৭টা ২০ পর্যন্ত চলে। এতে বরিশালের সর্বস্তরের সহ¯্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ডা. এমকে জামান (অবসর প্রাপ্ত), সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. সাবরিন সুলতানা, উপ-বিভাগীয় প্রকৌশলী ফিরোজ আজম খান, বরিশাল মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোফাজ্জল সারোয়ার, বন গবেষনা ইনষ্টিটিউটের মোঃ গোলাম মাওলা, ঝালকাঠী সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ জসীম উদ্দীন, সড়ক ও জনপথের সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম ও কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক ফয়সাল মাহমুদ প্রমুখ। বিকেলে শিল্পকলা একাডেমিতে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগীতা হয়েছে। দুইটি ক্যাটাগরীতে ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রত্যেক ক্যাটাগরী থেকে তিন জন করে মোট ছয় জনের প্রত্যেককে দশ হাজার টাকার বই পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরণ করেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য সাদেকুল আরেফিন।
উল্লেখ্য গত বছর থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশে পালিত হয় বিশ^ মেডিটেশন দিবস। গত তিন দশক ধরে যে কোয়ান্টাম ফাউন্ডেশন সাধারণ মানুষের কাছে মেডিটেশনের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা তুলে ধরতে কাজ করছে। প্রাচ্য এবং পাশ্চাত্যের মেডিটেশন পদ্ধতির সমন্বয়ে গড়ে উঠেছে কোয়ান্টাম ধ্যান পদ্ধতি। কোয়ান্টাম মেথড নামে পরিচিত এই মেডিটেশন পদ্ধতির প্রবর্তন শহীদ আল বোখারী মহাজাতক। যিনি এখন পর্যন্ত প্রায় ৪৮২ টি ব্যাচে কয়েক লাখ মানুষকে সরাসরি মেডিটেশনের কৌশল শিক্ষা দিয়েছেন। মেডিটেশন মনকে শান্ত করে। চিত্তকে করে সুস্থির। হৃদয়কে করে সমমর্মী। মেডিটেশন একজন মানুষকে উদ্ধুদ্ধ করে আরো একটু ভালো হতে। অনুপ্রাণিত করে আরো একটু নৈতিক ও সহনশীল হয়ে উঠতে। এমন মানুষ চারপাশের সবার জন্যে এবং সমাজের জন্যে নিরাপদ ও কাক্সিক্ষত। এধরনের মানুষের সংখ্যা যত বাড়বে তত আমাদের দেশটা পরিণত হবে ভালো মানুষের দেশে। শান্তি-সুখে, নৈতিকতায়, সচ্ছলতা ও প্রাচুর্যে হয়ে উঠবে সুখী মানুষের দেশ- স্বর্গভূমি বাংলাদেশ। তাই আসুন নিয়মিত মেডিটেশন চর্চায় অভ্যস্ত হই। অভ্যস্ত হই শুদ্ধাচার চর্চায়। সম্মলিত বিশ^াসে, দেশপ্রেমে, কর্মে, উদ্যমে ও সঙ্ঘবদ্ধ ভাবনায় আমাদের দেশকে এমনভাবে গড়ে তুলি, যেন আমাদের সাথে কন্ঠ মিলিয়ে পৃথিবীজুরে সবাই বলেÑ ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT