প্রাথমিকের নিয়োগ পরীক্ষার্থীদের অনুপস্থিত সাড়ে ১২ হাজার প্রাথমিকের নিয়োগ পরীক্ষার্থীদের অনুপস্থিত সাড়ে ১২ হাজার - ajkerparibartan.com
প্রাথমিকের নিয়োগ পরীক্ষার্থীদের অনুপস্থিত সাড়ে ১২ হাজার

3:21 pm , May 21, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেনি। জেলায় প্রায় ৩৩ হাজার পরীক্ষার্থীর মধ্যে সাড়ে ১২ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া দেরীতে পরীক্ষা শুরু হওয়াসহ বেশ কিছু কারনে ভোগান্তিতে পরতে হয়েছে পরীক্ষার্থীদের। শুক্রবার দ্বিতীয় দফায় বরিশালে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীরা জানান সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র দেয়া হয় সকাল ১১টায়। তারও আধা ঘন্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হলে প্রায় ১ ঘন্টা পরীক্ষা কক্ষে অবস্থান করতে হয়। এর উপর জাতীয় পরিচয়পত্র এবং পথে পথে যানবাহন সংকটের বিড়ম্বনায় নিদারুন কষ্ট পোহাতে হয়েছে পরীক্ষার্থীদের
বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ পরীক্ষা কমিটির সদস্য সচিব মোহন লাল দাস বলেন, জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩২ হাজার ৭২৯জন। এর মধ্যে অংশগ্রহন করেন ২০ হাজার ২৭২ জন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৪৫৭জন। বরিশাল নগরের ৪০টি কেন্দ্রে এক যোগে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিলম্ভে পরীক্ষা শুরুর বিষয়ে পরীক্ষা কমিটির সদস্য সচিব মোহন লাল বলেন, পরীক্ষার হলে সাড়ে ১০টায়ই পরীক্ষার্থীরা ঢুকেছেন। আধা ঘন্টা ওএমআর সহ পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিতে ব্যয় হয়েছে। যে কারনে সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়েছে। এদিকে শুক্রবার নগরীর কাশিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে, বিএম কলেজ কেন্দ্র, ইসলামিয়া কলেজ কেন্দ্র, আলেকান্দা সরকারী কলেজ ঘুরে দেখা গেছে অসংখ্য পরক্ষিার্থী জাতীয় পরিচয়পত্র না আনায় কেন্দ্রের বাহিরে দাড়িয়েছিলেন। কেন্দ্রে ঢুকতে না পেরে অনেককে হতাশ এবং দুশ্চিন্তাগ্রস্থ হতে দেখা গেছে। একাধিক পরীক্ষার্থী জানান, কেন্দ্রে পৌছাতে যানবাহন সংকটে চরম কষ্ট হয়েছে। ভাড়াও নিয়েছে বেশি। এরপর কেন্দ্রে গিয়ে সবার আগে জাতীয় পরিচয়পত্র চাওয়া হয়। অনেকেই না আনায় সেখানে বিড়ম্বনায় পরেন। এরপর কেন্দ্র ঢুকে এক ঘন্টা পরীক্ষার অপেক্ষায় থাকতে হয়। সকাল সাড়ে ১০টার পরীক্ষা শুরু হয় ১১টায়। তবে কাশিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রের সচিব অধ্যক্ষ মামুন অর রশিদ বলেন, তার কেন্দ্রে ৮০০ পরীক্ষাথীর মধ্যে অংশ নিয়েছেন ৫১৮জন। তারা পরীক্ষার্থীদের ১০টায় কেন্দ্রে ঢুকিয়ে সাড়ে ১০টায় পরীক্ষা কার্যক্রম শুরু করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT