3:20 pm , May 21, 2022

বিশ্ব মেট্টোলজি দিবসে বিভাগীয় কমিশনার
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আহসান আমীন বলেছেন, পন্যের অধিকারের বিষয়ে জনগনকে সচেতন হতে হবে। তাদেরকে অধিকার বুঝে নিতে হবে। সরকার এবং দেশে প্রচলিত আইন জনগনের পাশে থাকবে। জনগন যদি সচেতন না হয় তাহলে প্রশাসন ও আইন তেমন কিছুই করতে পারবে না। শনিবার বিশ^ মেট্টোলজি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন পন্যের কোয়ালিটি ও কোয়ানটিটি সঠিক রাখতে বিএসটিআই এর অনেক ভূমিকা রয়েছে।
বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, আমার খুব দুঃখ হয়, যখন দেখি রমজান মাসে দেশে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করে দেওয়া হয়। পবিত্র মাসে ৯০ ভাগ মুসলমানের দেশে এটা কোন ভাবেই কাম্য নয়। তিনি ব্যবসায়ীদের মন মানসিকতা ও নীতি নৈতিকতার পরিবর্তনের আহবান জানিয়ে বলেন এই দেশটা আমাদের। আমরা সবাই মিলে যার যার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে ও ইমানী শক্তি দিয়ে পালন করলে দেশটা অনেক সুন্দর ভাবে চলবে এবং দেশের মানুষ শান্তিতে থাকবে। সভাপতির বক্তব্যে বরিশাল জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দার সুইজারল্যান্ডের উদাহরন টেনে বলেন, দেশটিতে কোন পুলিশ বাহিনী নেই। এ দেশে ব্যবসায়ীদের ভেজাল ও প্রতারনা ধরতে অভিযান পরিচালনা করা লাগে না। অথচ আমাদের দেশে সামান্য তরমুজ বিক্রি যেন কেজি ধরে না করে সেজন্য অভিযান পরিচালনা করতে হয়, জরিমানা করতে হয়। এটা খুবই লজ্জাজনক ঘটনা। তিনি এজন্য ভোক্তা তথা ক্রেতাদের সচেতন হবার আহবান জানান।‘ডিজিটাল যুগে পরিমাপ’ এই শ্লোগানে বিশ্ব মেট্টোলজি দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও বিএসটিআই’র আয়োজনে আয়োজিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসেন চৌধুরী, ক্যাবের সাধারণ সম্পাদক রঞ্জিত দত্ত, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বরিশাল বিএসটিআইয়ের উপ-পরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী মোঃ শফিউল্লাহ খান সহ বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দরাও উপস্থিত ছিলেন।