3:17 pm , May 21, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর রূপাতলী হাউজিংয়ে অবস্থিত নিউনেস ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২১ মে শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ড. মুহিব আহমেদ শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ওমার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবদুল কাইউম, দৈনিক আজকের পরিবর্তন প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল ডিআইজি অফিসের পুলিশ সুপার কাজী মোঃ ছোয়াইব, রূপাতলী হাউজিং এ্যাস্টেট কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন, ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ইঞ্জিনিয়ার আমির হোসাইন, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক রেজিস্ট্রার মোঃ রেজাউল করিম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি) সমীর সরকার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কে এম মিজানুর রহমান তসলিম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন নিউনেস ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মো. আতিকুল্লাহ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে আন্তরিকতা ও নিয়মানুবর্তিতার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে।