3:05 pm , May 21, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে জেলে নৌকা ডুবেছে। শনিবার সকালের এ ঘটনায় জেলে শামসুল হক আকনের (৫০) মৃত্যু হয়েছে। পরে তার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। শামসুল হক মেহেন্দিগঞ্জের চর এককরিয়া গ্রামের আব্দুল জলিল আকনের ছেলে।
জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার জানান, সকালে শামসুল একা নৌকায় নদীতে মাছ শিকারে যায়। নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে। খবর পেয়ে মেহেন্দিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।