3:16 pm , May 20, 2022
চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনের মায়ানদী সংলগ্ন কার্ফারখাল থেকে জিহাদ(৬) নামে একশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে দুলারহাট থানা পুলিশ এই লাশ উদ্ধার করে। বুধবার বিকেল ৪টা থেকে জিহাদ এবং তার ফুফাতো ভাই জুনায়েদ(৫) নিখোঁজ ছিল। জিহাদ আহমদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো. এরশাদ সেরাং-এর ছেলে এবং জুনায়েদ ওই সাকিনের মো. সবুজ মিয়ার ছেলে।পুলিশ জানায়, জিহাদ বাবা-মায়ের সাথে আহমদপুর সাকিনের মামা সবুজ মিয়ার বাড়ি বেড়াতে আসে। বুধবার বিকেলে খেলতে বের হয়ে জিহাদ এবং মামাতো ভাই জুনায়েদ নিখোঁজ হয়ে যায়। দুই দিনের অনুসন্ধানের পর তাদের সন্ধান মিলছিল না। গতকাল শুক্রবার সকাল ১১টার সময় বাড়ির কাছে মায়াদনী সংলগ্ন কার্ফার খালে জিহাদের লাশ ভাসতে দেখে পাড়াপ্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত জুনায়েদের সন্ধান মেলেনি।
পুলিশ আরো জানায়, সবুজ মিয়ার বাড়ি পাশে কার্ফার খালের উপর সুপারী গাছের সাঁকো আছে। ধারনা করা হচ্ছে-ওই সাঁকো পাড় হতে গিয়ে দুই শিশু খালে পড়ে যায়। নিখোঁজ জুনায়েদের দেহ উদ্ধারে তৎপরতা অব্যহত আছে।