3:16 pm , May 20, 2022

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় বাসের চাকায় পিষ্ঠ হয়ে হারুন শেখ (৫৪) নামের একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে নিহতের ছেলে আহসান (৩৫) ও নাতী লিমন (১৫) গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘাতক হানিফ পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৭২০২) বাসটি জব্দ ও চালক মাছুম এবং হেলপার নুরুকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে পাথরঘাটাগামী হানিফ পরিবহনের একটি বাস চরখালী- মঠবাড়িয়া সড়কের মুসুল্লীবাড়ি লালপোল নামক স্থানে এলে সড়কের উপর একটি গরুকে সাইড দিতে গিয়ে মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে যায়। এ সময় হানিফ পরিবহনের পিছনে থাকা মোটর সাইকেলটি ওভারটেক করতে গিয়ে ওই মাহেন্দ্রার সাথে ধাক্কা খেয়ে হানিফ পরিবহন বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হারুন শেখ মারা যান। নিহত হারুন শেখ পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতের অফিস সহায়ক ও পিরোজপুর সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত গফুর শেখের ছেলে হারুন শেখ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছেন। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।