চরফ্যাসনে আটক ভূয়া পুলিশ সদস্যকে ছিনিয়ে নিয়েছে ইউপি সদস্য চরফ্যাসনে আটক ভূয়া পুলিশ সদস্যকে ছিনিয়ে নিয়েছে ইউপি সদস্য - ajkerparibartan.com
চরফ্যাসনে আটক ভূয়া পুলিশ সদস্যকে ছিনিয়ে নিয়েছে ইউপি সদস্য

3:52 pm , May 19, 2022

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনে রাতের আধাঁরে পুলিশ পরিচয় ছিনতাইকালে চক্রের তিন সদস্যকে আটক করেছে এলাকাবাসী। বুধবার রাতে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড থেকে গ্রামবাসী তাদের আটক করে গণধোলাই দিয়ে জরুরী সেবা ৯৯৯ নম্বারে ফোন দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় ইউপি সদস্য কাশেম মোল্লা ওই ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রামবাসীর হাত থেকে ছিনিয়ে নেন। ছিনতাইয়ের শিকার ইসমাইল ও হৃদয় জানান, বুধবার রাতে শশীভূষণ বাজার থেকে বাড়ি ফেরার পথে কাদের হাওলাদার ও তার সহযোগী শামীম ও শাহাজাহান নামের তিন যুবক পুলিশ পরিচয় দিয়ে তাদের পথ অবরুদ্ধ করেন। তাদের মারধর করে হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নেন। ছিনতাইকারী চক্র ভূয়া পুলিশ বিষয়টি তারা আচ করতে পেরে ডাক চিৎকার দিলে স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে আটক রাখেন এবং জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। এসময় খবর শুনে স্থানীয় ইউপি সদস্য কশেম মোল্লা এসে গ্রামবাসীর হাত থেকে তাদেরকে ছিনিয়ে নেন। ইউপি সদস্য কাদের মোল্লা জানান, যুবকরা জুয়া খেলতে গিয়ে মারামারিতে লিপ্ত হলে আমি গিয়ে মীমাংসা করে ছাড়িয়ে দিয়েছি। শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই ইউপি সদস্য কাশেম মোল্লা তাদের অন্যত্র সরিয়ে নেন। এজন্য পুলিশ তাদের আটক করতে পারেনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT