3:52 pm , May 19, 2022

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীর বার্নিমদনে সম্পত্তির জেরধরে পিতা ও ভাইকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছ, উপজেলার নাজিরপুর ইউনিয়নের বার্নিমদন এলাকার বৃদ্ধা আব্দুল হক হাওলাদার (১০৪) ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। বার্ধক্যে আব্দুল হক ও তার স্ত্রীর বিছানায় পরে গেলে তার ছোট ছেলে জাকির হোসেন ১৯৯৫ সাল থেকে পিতা-মাতার ভরন পোষনের দায়িত্ব গ্রহন করেন। বাবার অচল হওয়ার সুযোগ নিয়ে বড় ছেলে নাসির উদ্দিন বাবার দায়িত্ব না নিয়েও জোর পূর্বক তার সকল সম্পত্তি ভোগ দখল করে রেখেছে। ছোট ছেলে জাকিরের অসহায়ত্ব দেখে ও দীর্ঘদিন পিতা-মাতার দায়িত্বভার নেয়ায় পিতা আব্দুল হক খুশি হয়ে জাকিরকে কিছু সম্পত্তি লিখে দেয়। এতে তাদের উপর চড়াও হয় বড় ছেলে নাসির উদ্দিন। বর্তমানে নাসির উদ্দিন তার পিতা ও ভাই জাকির হোসেনকে বিভিন্ন সময় জীবন নাশের হুমকি দিয়ে আসছে বলে জানিয়েছেন পিতা আব্দুল হক। এলাকাবাসী জানায় নাসির উদ্দিনের অত্যাচারে তার পিতা ও ভাই জাকির হোসেন বর্তমানে আতঙ্কে জীবন যাপন করছে।