3:26 pm , May 18, 2022

বিশেষ প্রতিবেদক ॥ ধন্যবাদ ও কৃতজ্ঞতা বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ ও মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। দীর্ঘদিন লেখালেখির পর জিলা স্কুলের সামনের প্যারিলাল রায়ের গাড়িটা থেকে ব্যানার পোস্টার সরিয়ে দেয়ায় এ কৃতজ্ঞতা বরিশালের প্রতিটি মানুষের পক্ষ থেকে জিলা স্কুল কর্তৃপক্ষ ও বরিশালে ভ্রমণে আসা দর্শনার্থীদের। জিলা স্কুলের সামনে মসজিদ সংলগ্ন এই স্থাপনাটি শহরের মিউনিসিপ্যালিটির প্রথম চেয়ারম্যান প্যারীলাল রায় এর ব্যবহার করা গাড়ি। যা প্রয়াত মেয়র শওকত হোসেন হিরন এভাবে সংরক্ষণ করেন। আর তাঁর সেই সংরক্ষণকে আরো বেশি দৃষ্টিনন্দন করে তোলার জন্য বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ইতিমধ্যে গাড়িটিকে রং করিয়েছেন। বেশকিছু সংস্কার এবং লাইটিং করিয়ে সামনে ঝুলানো ব্যানার পোস্টার সরিয়ে দিয়েছেন। ফলে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বরিশালে ভ্রমণে আসা একদল শিক্ষার্থী ও আশে পাশের বাসিন্দারা। একই সময় ব্যানার পোস্টার সরিয়ে ঐতিহ্যের সাক্ষী এই গাড়িটি দর্শকের দৃষ্টিতে পড়ার উপযোগী করার জন্য জিলা স্কুলের সভাপতি বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের পক্ষে মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক নুরুল ইসলাম। তিনি বলেন, শুধু দর্শনীয় বলে নয়, এই স্থাপনাটি বরিশাল পৌরসভার প্রাথমিক ইতিহাসেরও সাক্ষী। যে ইতিহাস বলে দেবে বরিশালের জন্য আবুল হাসনাত আবদুল্লাহ ও সেরনিয়াবাত পরিবারের অবদানও। এটিকে ব্যানার পোস্টারে ঢেকে রাখলে আদতে ইতিহাসকেই ঢেকে রাখা হয় বলে মনে করেন স্কুলের সভাপতি জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। তাই আমরাও মেয়রকে অনুরোধ জানাই এটি সরিয়ে দিতে। তিনি সরিয়ে দেয়ায় অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও। এভাবেই নিজের অনুভূতি জানান জেলা স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম।