স্বাস্থ্য সচিব বরিশালের সন্তান ড. মো. আনোয়ার হোসের হাওলাদার স্বাস্থ্য সচিব বরিশালের সন্তান ড. মো. আনোয়ার হোসের হাওলাদার - ajkerparibartan.com
স্বাস্থ্য সচিব বরিশালের সন্তান ড. মো. আনোয়ার হোসের হাওলাদার

3:25 pm , May 18, 2022

বিশেষ প্রতিবেদক ॥ স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হলেন বরিশালেন সন্তান ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার। এ ব্যাপারে বুধবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দোকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জারি করা হয়ছে। ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার ১৯৬৪ সালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রতœাপুর গ্রামে মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। বরিশালের ছেলে ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার চলতি বছরের দুই জানুয়ারি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছিলেন। এর আগে তিনি দূর্নীতি দমন কমিশনের সচিব পদে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার। তিনি সহকারি কমিশনার হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার অফিস ও কুস্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। তিনি মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ভূমি হিসেবে কুস্টিয়ার দৌলতপুর ও গাজীপুর সদর উপজেলায় দায়িত্ব পালন করেন। ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বরগুনার বামনা উপজেলা ও বাগেরহাটের কচুয়া উপজেলায় কাজ করেছেন। তিনি জেলা প্রশাসক হিসবে সাতক্ষীরা জেলায় দায়িত্ব পালন করেন। তিনি বিভাগীয় কমিশনার হিসবে খুলনা বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় সরকার বিভাগ,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পদে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। তাকে অভিনন্দন জানিয়েছেন দুদক বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনষ্ট করাপসন (র‌্যাক) এর সাধারন সম্পাদক তাওহীদ সৌরভ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT