3:23 pm , May 18, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যানরাষ্ট্র গঠন সহ ১৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে নগরীতে বিভাগীয় সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শুক্রবার জুমআ নামাজের পর ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বুধবার বেলা ১২ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। দলটির সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, নিত্য প্রযোজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমের সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ, মানবতারিরোধী মদের বিধিমালাবাতিল, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ ১৪ দফা দাবীতে বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। তাদের সভাকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের সমাগম ঘটবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাবেশ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ মাওলানা নাসির আহমেদ কাওছার, যুগ্ম আহবায়ক মাওলানা মোঃ ইদ্রিস আলী, সদস্য সচিব উপাদক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচীব মাওলানা মোঃ খলিলুর রহমান, প্রচার সেলের আহবায়ক মাওলানা আব্দুল খায়ের, সচীব প্রচার সেল মোঃ কাওছারুল ইসলাম সহ সর্ব স্থরের নেতৃবৃন্দ।