3:19 pm , May 17, 2022
পরিবর্তন ডেস্ক ॥ সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বরিশালে আগামী ২০ মে বিভাগীয় সমাবেশ আহ্বান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এই সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ স্বাধীনতার ৫১ বছর পরও দুর্নীতিবাজ, মুনাফাখোর ও মজুদদারদের সিন্ডিকেটের কাছে জিন্মি। সরকারের দায়িত্বশীলদের ব্যর্থতায় দেশে নীরব দুর্ভিক্ষ হাতছানি দিচ্ছে। নৈতিকতা সমৃদ্ধ জাতি গঠনের কারিগর আলেম সমাজ ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে বিতর্কিত করার চক্রান্ত শুরু হয়েছে। ইসলামী শিক্ষা তুলে দেওয়ার পাঁয়তারা চলছে।বিবৃতিতে আগামী ২০ মে শুক্রবার বিকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।