3:25 pm , May 16, 2022
এস মিজানুল ইসলাম, বানারীপাড়া ॥ বানারীপাড়ায় রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ব্রীজটির বেহাল অবস্থা পরে আছে। পৌরসভার ৯নং ওয়ার্ডের সীমান্তের ব্রীজটির বেহাল দশার কারণে ঘটতে পারে দূর্ঘটনা। ব্রীজটির সামনের প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের যাতায়াত ও স্থানীয়দের পারাপার এই ব্রীজটি দিয়ে। তাই যে কোনো মুহূর্তে দূর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। বছর খানিক আগে কালভার্টের হাতল ভেঙেছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোহরা পারভীন জানান। সদর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মামুন মল্লিক জানান, ব্রীজে হাতল ভেঙেছে বহুদিন হয়েছে। এটা সদর ইউনিয়নের কাজের আওতায় নয়। এটা পৌরসভার অধীনের কাজ । ব্রীজের সংস্কার দ্রুত হোক আমিও চাই। এ বিষয়ে পৌর প্যানেল মেয়র ইমাম হোসেন জানান, এটা আমাদের দৃষ্টিতে আছে সামনের বাজেটে সংস্কার করা হবে।