3:01 pm , May 15, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ আজ থেকে নগরীতে ন্যায্য মূল্যে খোলাবাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হচ্ছে। ১৫ দিনব্যাপী এ কার্যক্রম চলবে ৩০ মে পর্যন্ত। নগরীতে ৫ টি ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে বলে টিসিবি সুত্রে জানা গেছে। ভোজ্যতেলের কৃত্রিম সংকট নিয়ে সারা দেশে চলমান তোলপাড়ের মধ্যে প্রথম দিন থেকেই ১১০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রি করবে সরকারি এ বিপণন সংস্থাটি। এছাড়া প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ এবং ছোলার কেজি বিক্রি হবে ৫০ টাকায়। সংস্থাটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ট্রাকসেল থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি চিনি, দুই কেজি ডাল এবং চাহিদা অনুযায়ী ছোলা নিতে পারবেন। বরিশাল টিসিবির আঞ্চলিক প্রধান আল আমিন বলেন ৫ টি ট্রাকে করে নগরীতে পন্য বিক্রি করা হবে। রোটেশন অনুযায়ী নগরীকে ভাগ করে ট্রাকগুলো প্রেরন করা হবে। তিনি বলেন চাহিদা অনুযায়ী আমাদের পর্যাপ্ত পন্য মজুদ রয়েছে।