3:14 pm , May 13, 2022
বরগুনা প্রতিবেদক ॥ বরগুনা জেলার বছরের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন তালতলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন তপু। বৃহস্পতিবার (১২) ই মে জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ জাহাঙ্গির মল্লিক পিপিএম (বার) তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন তপুকে জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হিসেবে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন। সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখায় মো. সাখওয়াত হোসেন তপুকে জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়। জানা যায়, তালতলী থানা এলাকাটি একসময় সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। তালতলী থানায় ২০২১ সালের ৭ নভেম্বর ওসি হিসেবে মোঃ সাখাওয়াত হোসেন তপু যোগদান করেন। এরপর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়।বরগুনা জেলার বছরের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন তালতলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন তপু। বৃহস্পতিবার মে জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ জাহাঙ্গির মল্লিক পিপিএম (বার) তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন তপুকে জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হিসেবে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন। সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখায় মো. সাখওয়াত হোসেন তপুকে জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়। জানা যায়, তালতলী থানা এলাকাটি একসময় সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। তালতলী থানায় ২০২১ সালের ৭ নভেম্বর ওসি হিসেবে মোঃ সাখাওয়াত হোসেন তপু যোগদান করেন। এরপর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়।