গৌরনদীতে তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা অর্থদন্ড গৌরনদীতে তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা অর্থদন্ড - ajkerparibartan.com
গৌরনদীতে তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা অর্থদন্ড

3:12 pm , May 13, 2022

গৌরনদী প্রতিবেদক ॥ ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ব্যবসায়ী বন্দর গৌরনদী উপজেলার টরকীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কর্মকর্তারা অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা অর্থদন্ড করেছেন। এ সময় নির্ধারিত মূল্যে এবং পূর্বের ক্রয় করা তেল পূর্বের নির্ধারিত মূল্যে জনগনের মাঝে বিক্রির ব্যবস্থা করেন। শুক্রবার সকালে বরিশাল র‌্যাব-৮ এর সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়। এ সময় বন্দরের আনন্দ ষ্টোরকে এক লক্ষ, ভোলানাথ রায়কে ৫০ হাজার ও মৃত্যুঞ্জয় সাহাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মোঃ সেলিম। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সুমি রানী মিত্র।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT