3:12 pm , May 13, 2022
গৌরনদী প্রতিবেদক ॥ ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ব্যবসায়ী বন্দর গৌরনদী উপজেলার টরকীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কর্মকর্তারা অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা অর্থদন্ড করেছেন। এ সময় নির্ধারিত মূল্যে এবং পূর্বের ক্রয় করা তেল পূর্বের নির্ধারিত মূল্যে জনগনের মাঝে বিক্রির ব্যবস্থা করেন। শুক্রবার সকালে বরিশাল র্যাব-৮ এর সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়। এ সময় বন্দরের আনন্দ ষ্টোরকে এক লক্ষ, ভোলানাথ রায়কে ৫০ হাজার ও মৃত্যুঞ্জয় সাহাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মোঃ সেলিম। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সুমি রানী মিত্র।