3:14 pm , May 12, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর চৌমাথা এলাকায় রাহাত (১৪) নামে এক দোকান কর্মচারীকে লোহার রড দিয়ে পিটিয়েছে দোকান মালিক মেহেদী হাসান। আহত রাহাতের বাড়ী বাকেরগঞ্জে। তার বাবার নাম আব্দুল কাদের। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে চৌমাথা বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক বছর ধরে চৌমাথা বাজারের মজিদ স্টোর্সে কাজ করছে শিশু রাহাত। সামান্য অজুহাতে প্রায়ই কর্মচারী রাহাতকে মারধর করে দোকান মালিক মেহেদী হাসান। গতকাল তুচ্ছ ঘটনায় রাহাতকে লোকজনের সামনেই লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে দোকান মালিক। দোকানের ব্যবসায়ীদের অভিযোগ মজিদ স্টোর্সের মালিক মেহেদীর ব্যবহার খুবই খারাপ। তার দোকানে কোন কর্মচারী বেশিদিন টেকেনা। এর আগেও অনেক কর্মচারীকে মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাজারের প্রভাবশালী ব্যবসায়ী হবার কারণে কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না। গতকাল শিশু রাহাতকে প্রকাশ্যে মারধর করলেও ভয়ে কেউ উদ্ধারে এগিয়ে আসতে সাহস পায়নি। এ ব্যাপারে দোকান মালিক মেহেদী হাসানের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।