3:14 pm , May 12, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ওপর হামলা করার অভিযোগে দুই যুবককে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গনধোলাইয়ের শিকার ওই যুবকরা হল- রুপাতলী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা কালামের ছেলে রনি ও জাহিদের ছেলে সারাফাত। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামলার শিকার রোগী রাসেল হাওলাদার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কিছুদিন পুর্বে আমার ওপর হামলা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় আমি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হই। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার আমার ওপর ফের হামলা চালানো হয়। এ সময়ে আমি ডাক-চিৎকার দিলে হাসপাতালের রোগী ও স্বজনরা হামলাকারীদের আটকে গনধোলাই দেয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। শেবামেক হাসপাতাল পুলিশের দায়িত্বে থাকা এসআই আব্দুর রহমান বলেন, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ওপর হামলা করার অভিযোগে দুই যুবককে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে তাদেরকে থানা হেফাজতে পাঠানো হয়। এদিকে বরিশাল কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার নিশাদ সুলতানা জানান, মুচলেকার বিনিময়ে ওই যুবকদের ছেড়ে দেওয়া হয়।