3:13 pm , May 12, 2022
ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের অভিযানে
নিজস্ব প্রতিবেদক ॥ অতিরিক্ত মুল্যে সয়াবিন তেল বিক্রির অভিযোগে নগরীর দুই বিক্রেতা প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাবুগঞ্জ ও গৌরনদী উপজেলার দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম, সহকারী পরিচালক সুমি রানী মিত্র, সাফিয়া সুলতানা এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া অভিযানে উপস্থিত ছিলেন। অভিযানে পূর্ব নির্ধারিত মুল্যে ২ হাজার ১০০ লিটার সয়াবিন তেল বিক্রি করেছে । সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া জানান, অভিযানে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয় করা, বোতল থেকে মূল্য মুছে ফেলা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স মিঠুন স্টোরকে ১ লাখ টাকা, মেসার্স জনপ্রিয় স্টোরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, পণ্যের মোড়কে উৎপাদন-মেয়াদের তারিখ না থাকায় মেসার্স গনদেস্বরী স্টোরকে ২ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় লতিফ স্টোরকে ২ হাজার টাকা, কুদ্দুস স্টোরকে ২ হাজার টাকা এবং লোকনাথ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে অভিযান চলাকালে রহমত বাজারে উদ্ধারকৃত পূর্বের দামে ক্রয়কৃত ৬১৫ লিটার এবং বাটাজোড় বাজারে ১ হাজার ২৩০ লিটার সয়াবিন তেল প্রতি লিটার পূর্ব মূল্য ১৩৬ টাকা দামে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। এ ছাড়াও জনপ্রিয় স্টোর থেকে উদ্ধারকৃত পূর্বের কেনা ২৬৪ লিটার মোড়ক জাত সয়াবিন তেল প্রতি লিটার এম আর পি ১৬৩ টাকা দামে সাধারণ জনগণের মাঝে বিক্রয় করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।