3:12 pm , May 12, 2022
মো. পলাশ হাওলাদার, বাকেরগঞ্জ ॥ বাকেরগঞ্জে ঘুমন্ত শাশুড়ির গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তথ্য-উপাত্ত থেকে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় পুত্রবধূ লাবণ্য আক্তারকে আটক করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম নাজনীন বেগম (৫০)। তিনি ওই এলাকার মৃত হানিফ হাওলাদারের স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, উজ্জ্বল হাওলাদারের স্ত্রী লাবণ্য আক্তার শাশুড়ির সঙ্গে একই ঘরে বাস করতেন। উজ্জ্বল ও তার ছোট ভাই রাজু হাওলাদার ঢাকায় থাকেন। তারা দুই ভাই ঈদের ছুটি শেষে ১০ মে ঢাকায় ফিরে যান। নিহতের ভাসুর কালাম হাওলাদার জানান, ‘বুধবার রাতে ছেলে উজ্জ্বল ফোন দিয়ে জানায়, তার মা ফোন ধরছেন না। ঘরে গিয়ে মায়ের খোঁজ নিতে বলেন তাকে। ঘরের সামনে গিয়ে দরজা বন্ধ দেখে পেছনের খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন কালাম হাওলাদার। তখন চৌকির পাশে মশারিতে প্যাঁচানো রক্তাক্ত অবস্থায় নাজনীনের মরদেহ দেখতে পান তিনি। পরে স্থানীয় থানা পুলিশ খবর দেয়া হয়। বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, স্থানীয়দের বরাতের ভিত্তিতে পুত্রবধূকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে মশারির মধ্যে রক্তাক্ত অবস্থায় মরদেহ পেয়েছি। আটক নারীর রক্তে ভেজা কাপড় চাউল বোঝাই ড্রামের নিচে লুকিয়ে রাখা হয়েছিলো। সে কাপড় উদ্ধার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। বাকেরগঞ্জ সার্কেলের এএসপি সুদীপ্ত সরকার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত ছুড়ি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে এই হত্যাকা-ের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এএসপি সুদীপ্ত সরকার আরো বলেন, ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কীনা তা তদন্তে উঠে আসবে। খুনের সাথে জড়িত একজন সন্দেহভাজন আটক করার কথা জানান তিনি।
এদিকে মাকে হত্যার ঘটনায় স্ত্রীকে আসামী করে মামলা করেছে স্বামী উজ্জল হাওলাদার। মামলায় পূর্ব পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
শাশুরিকে হত্যার মুল কারন এখনও নিশ্চিত হয়ে পারেনি পুলিশ। তবে পুত্রবধূ লাবন্য জানিয়েছে, তার বাবার সাথে শ্বাশুড়ীর পরকিয়া প্রেম রয়েছে। এতে বাধাঁ দেয়ায় তার উপর ক্ষুদ্ধ হয় শাশুড়ি ও বাবা। এ নিয়ে তার উপর নির্যাতন করতো শাশুড়ী। তাই রাগে ক্ষোভে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, দীর্ঘদিন ধরে বউ শ্বাশুড়ীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। কি কারনে তাদের মধ্যে ঝগড়া হতো সেই কারন তারা জানেন না।